শিশুর জন্মগত হৃদরোগ সমস্যা ও করণীয়
পৃথিবীতে প্রতি হাজার জীবিত নবজাতকের মধ্যে ৪ থেকে ৮ জনকে এ রোগে ভুগতে দেখা যায়। নবজাতকের জন্মগত হৃৎত্রুটির মধ্যে অন্যতম হলো হৃৎপিন্ডের ফুটো। সাধারণত হৃৎপিন্ডের দুনিলয়ের মধ্যবর্তী দেয়ালে ফুটো থাকলেই বাচ্চারা অধিক হারে ঠান্ডা-কাশির রোগে ভুগতে পারে। আর যদি তার সঙ্গে হৃৎপিন্ডের গঠনেও ত্রুটি দেখা যায়, তবে সেক্ষেত্রে বাচ্চার আরো কিছু বাড়তি উপসর্গ দেখা দিতে পারে। উপসর্গগুলো হলো: ১. অল্প পরিশ্রমেই সারা শরীর নীলচে হয়ে যাওয়া ২. ঠান্ডা বা গরমে তেমন কোনো অনিয়ম ছাড়াই বারবার বুকে কফ বসে যাওয়া ৩. ঘন ঘন...
Posted Under : Health Tips
Viewed#: 119
আরও দেখুন.

